গত ২৭ মে মাদক মামলা থেকে খালাস পান বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। কদিন না যেতে একই কাণ্ডে গ্রেপ্তার আরেক তারকাসন্তান। তিনি হলেন বিখ্যাত খল অভিনেতা শক্তি কাপুরের ছেলে সিদ্ধান্ত কাপুর। রবিবার মধ্যরাতে বেঙ্গালুরে এক রেভ পার্টি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই পার্টিতে সিদ্ধান্ত নাকি বন্ধুদের সঙ্গে মাদকসেবন করছিলেন। কিন্তু পুলিশের এই দাবি মানতে নারাজ বর্ষীয়ান অভিনেতা শক্তি কাপুর। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমি একটা কথাই বলব, এটা অসম্ভব ব্যাপার। সিদ্ধান্ত মাদকসেবন করেছে, এটা আমি বিশ্বাস করি না।’
ভারতীয় সংবাদমাদ্যম বলছে, রবিবার মুম্বাই থেকে বেঙ্গালুরু উড়ে গিয়েছিলেন সিদ্ধান্ত। মধ্যরাতের পার্টিতে ঘটনাটি ঘটে। কাপুর পরিবারের কেউই জানতেন না কোন হোটেলে উঠছেন শ্রদ্ধার ভাই।
বেঙ্গালুরু পুলিশ সূত্রে খবর, তারা সাত জন একসঙ্গে ছিলেন। মাদকসেবন করেছিলেন সবাই। যখন পুলিশ সেখানে পৌঁছায়, সিদ্ধান্ত এবং তার বন্ধুদের মাদকসেবন করা হয়ে গিয়েছিল। সাত জনের শরীরেই মাদকের নমুনা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।