নবনির্মিত বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের সাতটি জেলার মধ্যে দিয়ে গেছে এই সড়ক। রাজ্যটি থেকে আগে দিল্লি পৌঁছাতে সময় লাগত প্রায় ১০ ঘণ্টা। এখন এক্সপ্রেসওয়ে দিয়ে এখন মাত্র ছয় ঘণ্টায় পৌঁছানো যাবে রাজধানীতে।
২০২০ সালের ২৯ ফেব্রুয়ারি বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন নরেন্দ্র মোদী। এরপর মাত্র ২৮ মাসেই চলাচলের জন্য খুলে দেওয়া হলো ২৯৬ কিলোমিটার দীর্ঘ রাস্তাটি। চার লেনের এই এক্সপ্রেসওয়ে তৈরিতে খরচ হয়েছে ১৪ হাজার ৮৫০ কোটি টাকা।
উত্তর প্রদেশ এক্সপ্রেসওয়েজ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথোরিটির তত্ত্বাবধানে নির্মিত হয়েছে এই এক্সপ্রেসওয়ে। পরে একে ছয় লেন পর্যন্ত প্রসারিত করা যাবে।
বুন্দেলখণ্ড এক্সপ্রেসওয়ে আঞ্চলিক যোগাযোগ আরও সহজ ও গতিশীল করার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এক্সপ্রেসওয়ের পাশে বান্দা ও জালাউন জেলায় এরই মধ্যে শিল্প করিডোর তৈরির কাজ শুরু হয়েছে।
শনিবার (১৬ জুলাই) উদ্বোধনের আগে এক টুইটে প্রধানমন্ত্রী বলেন, এই এক্সপ্রেসওয়ের জন্য স্থানীয় অর্থনীতিতে পরিবর্তন আসবে। পরিকাঠামোগত উন্নয়নের জেরে প্রচুর বিনিয়োগ হবে উত্তর প্রদেশে, যা তরুণদের নতুন কাজ পেতে সাহায্য করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, বুন্দেলখণ্ড এলাকার উন্নয়নের প্রতীক এই এক্সপ্রেসওয়ে।