মাতৃ স্নেহ! আহত সন্তানকে নিজেই চিকিৎসকের কাছে নিয়ে গেল বানর

নিজের মাথায় আঘাত পেয়েছে। সেই অবস্থাতেই আহত শিশুকে বুকে চেপে নিয়ে চিকিৎসকের কাছে পৌঁছাল মা। তবে এই মা মানুষ নয়, একটি বানর।

ভারতের বিহার রাজ্যের সাসারামের শাহজুমা এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। নিজের আঘাত নিয়েই আহত সন্তানকে চিকিৎসা করাতে মঙ্গলবার দুপুরে চিকিৎসকের কাছে পৌঁছায় ওই বানরটি। তার এমন কাণ্ড দেখে হতবাক চিকিৎসক থেকে স্টাফ সবাই।

চেম্বারে পৌঁছাতেই চিকিৎসক আঘাত লাগার বিষয়টি বুঝতে পেরে ইশারায় বানরটিকে ভেতরে আসতে বলেন। ইশারা বুঝে বাচ্চা নিয়ে রোগীর বসার টুলে উঠে বসে বানরটি। চিকিৎসক দেখেন মা বানরটির মাথায় এবং বাচ্চার পায়ে আঘাত রয়েছে। তিনি দু’জনের ক্ষতস্থানেই মলম লাগিয়ে টিটেনাসের ইঞ্জেকশন দেন।

এরপর চিকিৎসক সবাইকে সরে যেতে বলেন যাতে ওই মা বানর নিজের শিশুকে নিয়ে ওখান থেকে ধীরেসুস্থে বেরিয়ে যেতে পারে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। মা বানরের এমন বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন সবাই।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy