উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে বহনকারী একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করা হয়েছে। রোববার (২৬ জুন) সকালে বারাণসীতে এ ঘটনা ঘটে। জেলা শাসক কৌশলরাজ শর্মা বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, উড্ডয়নের ঠিক পরেই পাখির সঙ্গে ধাক্কা লাগে হেলিকপ্টারটির। বারাণসীতে দুই দিনের সফরে ছিলেন যোগী আদিত্যনাথ। পরে লখনউয়ের ফ্লাইটে উঠেন তিনি।
শনিবারই বারাণসী গিয়েছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। সেখান থেকেই রোববার সকালে হেলিকপ্টারে সুলতানপুরের উদ্দেশে রওনা দিয়েছিলেন যোগী আদিত্যনাথ। কিন্তু, মাঝ আকাশে ঘটে বিপত্তি। পাখির সঙ্গে ধাক্কা লাগায় পরবর্তী যাত্রায় ঝুঁকি তৈরি হয়। ফলে আর অপেক্ষা না করে তড়িঘড়ি তার হেলিকপ্টারটিকে বারাণসীর পুলিশ লাইনে জরুরি অবতরণ করানো হয়।