মাওবাদীদের বিরুদ্ধে দেশজুড়ে তীব্র অভিযান, ঝাড়খণ্ডের গিরিডিতে উদ্ধার বিপুল পরিমাণে আগ্নেয়অস্ত্র

ছত্তিশগড়ে মাওবাদীদের বিরুদ্ধে একটি বড় ও সফল অপারেশনের পর এবার অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতেও চলছে ব্যাপক অভিযান। এই রাজ্যগুলোর গভীরে জঙ্গলঘেরা অনেক এলাকা এখনও মাওবাদীদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এই পরিস্থিতি মোকাবিলায় রাজ্য এবং কেন্দ্র সরকার যৌথভাবে এই অঞ্চলগুলো থেকে মাওবাদীদের উৎখাতের কাজ শুরু করেছে।

এই অভিযানের অংশ হিসেবে শুক্রবার ঝাড়খণ্ডের গিরিডি (Giridih) জেলা থেকে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্রশস্ত্র ও নকশাল সংক্রান্ত নথিপত্র উদ্ধার করেছেন সিআরপিএফ জওয়ানরা। যদিও নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে মাওবাদীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

ঝাড়খণ্ডের চাত্রো কানাধিহর প্রশান্ত ফুটহিলসে চালানো তল্লাশি অভিযানে অসংখ্য আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে গোলাবারুদ উদ্ধার হয়েছে। ১৫৪ ব্যাটালিয়নের জওয়ান এবং ঝাড়খণ্ড পুলিশের আধিকারিকরা যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। উদ্ধার হওয়া অস্ত্র ও নথিপত্র ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে। পলাতক মাওবাদীদের ধরতে ওই এলাকায় বর্তমানে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। এর আগেও ঝাড়খণ্ডে একাধিক মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেশজুড়ে মাওবাদী কার্যকলাপ রুখতে ধারাবাহিক অভিযান চলছে। বহু মাওবাদী নিকেশ হয়েছে এবং অনেকে আত্মসমর্পণও করেছে। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী এক বছরের মধ্যে ভারতকে মাওবাদীমুক্ত দেশ হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন। এই লক্ষ্য পূরণের অংশ হিসেবেই বর্তমানে বিভিন্ন রাজ্যে এই অভিযান আরও জোরদার করা হয়েছে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy