ভিআইপি চলাচলের জন্য রাস্তা বন্ধ থাকার খবর তো অনেক শুনেছেন। তবে এবার কোনো ভিআইপি মুভমেন্ট নয়, মা হাতির জন্মদানের জন্য ব্যস্ত একটি মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
কেরালার ইদুক্কি জেলার জঙ্গল মারায়ুর এলাকায় কেরালা ও তামিলনাড়ুর সংযোগকারী মহাসড়কে স্থানীয় সময় মঙ্গলবার সকালে এই বিরল ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করে বন দপ্তরের স্থানীয় কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরে জঙ্গলের রাস্তায় সন্তান প্রসব করতে দেখা যায় একটি হাতিকে। শাবকটির জন্ম দিতে প্রায় ঘণ্টা খানেক সময় নেয় মা হাতি। এর ফলে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সন্তান প্রসবের পর মা ও শাবক রাস্তা ডিঙিয়ে জঙ্গলে ফিরে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।
তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয় বলেও জানিয়েছেন ওই বন কর্মকর্তা।