দিল্লির একটি মসজিদে মুসল্লিদের নামাজ স্থগিত করা হয়েছে, এমন অভিযোগে করা একটি পিটিশনের দ্রুত শুনানির আবেদন খারিজ করে দিয়েছে দিল্লির হাইকোর্ট। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে আজ মঙ্গলবার এমনটি জানানো হয়।
দিল্লি ওয়াকফ বোর্ডের অভিযোগ, দক্ষিণ দিল্লির মেহরাউলি এলাকায় কুতুব মিনার কমপ্লেক্স সংলগ্ন মুঘল আমলের কুওয়াতুল ইসলাম মসজিদে হঠাৎ করেই মুসল্লিদের নামাজ স্থগিত করা হয়েছে। এমন অভিযোগে দায়ের করা পিটিশনটি নিয়ে দিল্লি হাইকোর্টের বিচারপতি মনোজ কুমার ওহরি ও বিচারপতি পুনম এ বাম্বার বেঞ্চে দ্রুত শুনানির আবেদন করা হলে তা খারিজ হয়ে যায়।
পিটিশনে বলা হয়, সরকারি নিয়োগপ্রাপ্ত ইমাম ও মুয়াজ্জিন দ্বারা পরিচালিত মুঘল আমলের মসজিদটিতে গত ১৩ মে ভারত সরকারের ভূতত্ত্ব জরিপ সংস্থার কর্মকর্তারা হঠাৎ করে একেবারে বিনা নোটিশে বেআইনিভাবে মুসল্লিদের নামাজ স্থগিত করে দেন।
ওই পিটিশনে আরও বলা হয়, ‘ধর্মীয় কার্যক্রম পরিচালনা নাগরিকের অধিকার। মুসল্লিদের নামাজ বন্ধের মাধ্যমে আইনের শাসনের ধারাবাহিকতা ভঙ্গ হয়েছে। ফলে বিষয়টির গুরুত্ব বিবেচনায় নিয়ে জরুরি ভিত্তিতে দ্রুত শুনানির তালিকাভুক্ত করা যায়।’
গত শুক্রবারও (৩ জুন) পিটিশনটির দ্রুত শুনানির আবেদন জানানো হয়। সেবারও আদালত তা নাকচ করে দেন।