উত্তরপ্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয় সদস্যসহ সাত জন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বারিল্লি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাটি ঘটে বেরিলির ফতেহগঞ্জে। প্রত্যক্ষদর্শীর বিবৃতি উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অ্যাম্বুল্যান্সটি (Ambulance) দিল্লির রামমূর্তি হাসপাতাল থেকে প্রয়াগরাজের দিকে আসছিল। ফতেহগঞ্জের শঙ্খা সেতুর কাছে উল্টোদিক থেকে আসা একটি ট্রাককে ওই অ্যাম্বুল্যান্সটি (Ambulance) সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে প্রাণ হারান পাঁচজন। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।জানা গিয়েছে, অ্যাম্বুল্যান্সের ভিতরে থাকা রোগীরও দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। ধাক্কায় অ্যাম্বুল্যান্সটি দুমড়ে-মুচড়ে গিয়েছে।
দুর্ঘটনায় মারা যাওয়া একই পরিবারের ছয় সদস্য হাসপাতালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়ি ফিরছিলেন।
এই ঘটনায় শোক জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতদের যথাযথ চিকিৎসা প্রদানের জন্য কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে