মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশ সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির আল খালিদিয়া এলাকার একটি রেস্তোরাঁয় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছেন। এ ছাড়া, আহত হয়েছেন আরও ১২০ জন।
আহতদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা তেমন গুরুতর নয়। অনেককেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজকে আবুধাবি পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁর গ্যাস সিলিন্ডার ফেটে ঘটেছে এ বিস্ফোরণ।
বিস্ফোরণের ফলে রেস্তোরাঁর আশপাশের বেশ কয়েকটি দোকান ও ছয়টি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, ততক্ষণ অস্থায়ীভাবে এই বাসিন্দাদের থাকার ব্যবস্থা করা হয়েছে।
এ ঘটনায় নিহত ও আহতদের প্রতি শোক জানিয়েছে আবুধাবির প্রশাসনিক কর্তৃপক্ষ।