News

মর্মান্তিক: ট্রাকচাপায় মায়ের মৃত্যু, পেট ফেটে জন্ম নিল শিশু

উত্তরপ্রদেশের ফিরোজাবাদে বুধবার এক গর্ভবতী নারীকে চাপা দেয় একটি ট্রাক। এতে ওই নারীর মৃত্যু হলেও তার পেট ফেটে বেরিয়ে আসে নবজাতক।

অলৌকিকভাবে বেঁচে যাওয়া ওই শিশুকন্যাকে ফিরোজাবাদ জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তারদের দাবি, একদম সুস্থ রয়েছে ওই নবজাতক। তবে নবজাতকের জন্য চিকিৎসা প্রয়োজন তার।

এসএইচও ফতেহ বাহাদুর সিং বাধোরিয়া জানিয়েছেন যে, বরতারা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটেছে, যা নারখি থানার আওতাধীন।

দুর্ঘটনায় মারা যাওয়া ২৬ বছর বয়সী ওই নারীর নাম কামিনী। তিনি আগ্রার বাসিন্দা। তিনি তার স্বামীর সঙ্গে একটি বাইকে করে কোটলা ফারিহা এলাকায় তার বাবা-মায়ের বাড়ি যাচ্ছিলেন। তখন এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে ধাক্কা ঠেকানোর চেষ্টা করে বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন কামিনীর স্বামী রামু। এতে কামিনী নিচে পড়ে যান এবং একটি দ্রুতগামী ট্রাক তাকে পিষে দেয়।

স্টেশন হাউস অফিসার বাধোরিয়া বলেন, নবজাতক নিরাপদ আছে এবং প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে। শিশুটির বাবাও নিরাপদ আছেন।

তিনি আরো বলেন, ট্রাকের চালক গাড়ি রেখে পালিয়ে গেছেন। সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখা হচ্ছে। কামিনীর স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর নথিভুক্ত করা হবে।

Exit mobile version