ইরানে একটি জন্মদিনের পার্টিতে অগ্নিকাণ্ডে চার শিশুসহ ৮ জন নিহত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, একটি আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্টে ওই জন্মদিনের পার্টির আয়োজন করা হয়।
বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত আন্দিশেহ শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।
তেহরান প্রদেশের রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাথি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তিন বছরের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
কাউন্টির প্রসিকিউটর হামিদ আসগরি জানিয়েছেন, খুব দ্রুত গতিতে রেস্টুরেন্টের ভেতরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।