মর্মান্তিক! গোহত্যার অভিযোগে দুজনকে পিটিয়ে হত্যা করলো দুষ্কৃতী,

ভারতের মধ্যপ্রদেশের সিওনি জেলায় গরু হত্যার অভিযোগে দুই ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ। এনডিটিভির প্রতিবেদনে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ বলছে, ২০ জনের একটি দল ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে যায় এবং গরু হত্যার অভিযোগ এনে দুজনকে বেধড়ক পেটায় তারা। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। একজন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় ২০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ছয় জনের বিরুদ্ধে হত্যাকাণ্ড ঘটানোর অভিযোগ আনা হয়েছে।

মামলার বাদী এ ঘটনায় আহত ব্রাজেশ বাট্টি বলেন, ‘লোকজন এসে সম্পত বাট্টি ও ধানসাকে লাঠি দিয়ে বেধড়ক পেটায়। আমি যখন সেখানে যাই, আমাকেও লাঠি দিয়ে আঘাত করে তারা।’

কংগ্রেস দলীয় এমএলএ অর্জুন সিং কাকোড়িয়া এ ঘটনার প্রতিবাদে জাবালপুর-নাগপুর মহাসড়কে বিক্ষোভ করেন। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি। কংগ্রেসের পক্ষ থেকে এ ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তও দাবি করা হয়েছে।

সিওনি জেলা পুলিশের প্রধান নিহতদের বাড়িঘর পরিদর্শন করেছেন।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy