লাদাখের শ্যাওক নদীতে একটি সৈন্যবাহী গাড়ি পড়ে অন্তত সাতজন ভারতীয় জওয়ান নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। আজ শুক্রবার তুর্তুক সেক্টরে এ দুর্ঘটনা ঘটে।
সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ২৬ জন সেনার একটি দল নিয়ে গাড়িটি পারতাপুর ট্রানজিট ক্যাম্প থেকে সাব সেক্টর হানিফের অগ্রবর্তী এলাকার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে গাড়িটি রাস্তা থেকে পিছলে প্রায় ৬০ ফুট গভীর নদীতে পড়ে যায়।
আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে বিমান বাহিনী আহতদের পারতাপুর ফিল্ড হাসপাতালে নিয়েছে।
প্রসঙ্গত, লাদাখের পথ পর্বত ঘেঁষা হওয়ায় এখনো ঝুঁকিপূর্ণ। আর সেই বিপদ জনক রাস্তায় প্রায়ই ঘটে এমন মর্মান্তিক ঘটনা। সাধারণ মানুষ থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা সকলেই লাদাখের বিপদ সংকীর্ণ পথে চলাচল করে প্রাণ হাতে নিয়ে সাবধান ভাবে।