মর্মান্তিক! আহত পাখি বাঁচাতে গাড়ি থেকে নামলেন যাত্রী, প্রাণ হারালেন আরেক গাড়ির ধাক্কায়

আহত পাখিকে বাঁচাতে নিজের গাড়ি থেকে নেমে আরেক গাড়ির ধাক্কায় প্রাণ হারিয়েছেন ভারতের এক ব্যবসায়ী ও তার গাড়ি চালক। শুক্রবার পুলিশ জানিয়েছে, গত ৩০ মে মুম্বাইয়ের বান্দ্রা-ওরলি সমুদ্র সংযোগ সড়কে এই ঘটনা ঘটে।

শুক্রবার সকাল থেকে ওই দুর্ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সোস্যাল মিডিয়াগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন গত ৩০ মে বিকেলে ব্যবসায়ী অমর মনিশ জরিয়ালা (৪৩) মালাদের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনার শিকার হন। তিনি নেপেনসি সড়কের বাসিন্দা।

ওই কর্মকর্তা বলেন, ‘বান্দ্রা ওয়ারলি সি-লিংকের পথে, একটি পাখি তাদের গাড়ির সাথে ধাক্কা খায়, এরপর জরিয়ালা আহত পাখিটিকে বাঁচাতে গাড়ি থেকে নামেন। তখন দ্রুতগামী একটি ট্যাক্সি জারিওয়ালা এবং তার চালক শ্যাম সুন্দর কামতকে ধাক্কা দেয়। কাছের একটি হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা জরিয়ালাকে মৃত ঘোষণা করেন, আর কামাত ভর্তি হওয়ার পরে মারা যান।’

ট্যাক্সি চালক রবিন্দ্র কুমার জয়সয়ারের (৩০) বিরুদ্ধে মামলা হয়েছে। বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন বান্দ্রা থানার এক কর্মকর্তা।

সূত্র: এনডিটিভি

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy