ভোট গণনা: বালিগঞ্জে এগিয়ে বাবুল, আসানসোলে শত্রুঘ্ন, CPIM দিচ্ছে চমক

আসানসোলে ‘খামোশ’ BJP, ৭৮,০০০ ভোটের লিড TMC-র
আসানসোল উপ-নির্বাচন: আসানসোলে ৭৮,০০০ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিনহ। পিছিয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল।

জোড়া উপনির্বাচনে ধাক্কা বিজেপির
আসানসোল এবং বালিগঞ্জ – রাজ্যের দুই উপ-নির্বাচনেই জয়ের পথে তৃণমূল কংগ্রেস। রীতিমতো শোচনীয় অবস্থায় বিজেপির। বালিগঞ্জে তো চার নম্বরে নেমে গিয়েছে। তাৎপর্যপূর্ণভাবে বালিগঞ্জে দুইয়ে উঠে এসেছে সিপিআইএম। শুধু তাই নয়, গতবারের বিধানসভা ভোটের তুলনায প্রায় ২০ শতাংশ বেড়েছে ভোটের হার। তৃণমূলের ভোট কমেছে ১৭ শতাংশের মতো।

বালিগঞ্জে লিড কমছে বাবুলের
বালিগঞ্জ উপ-নির্বাচন: লিড কমল তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়ের। নবম রাউন্ডের শেষে লিড ছিল ৮,০০০-র বেশি, তা কমে পৌঁছে গিয়েছে ৭,০০০-র কাছে। পঞ্চম রাউন্ডের শেষে ৭,৮৭২ ভোটে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি পেয়েছেন ২৮,৬৩৫ টি ভোট। সিপিআইএম প্রার্থী সায়রা শাহ হালিমের ঝুলিতে আছে ২০,৭৬৩ টি ভোট। কংগ্রেস প্রার্থী কামরুজ্জামান চৌধুরী পেয়েছেন ৪,০৯২ টি ভোট। মাত্র ৩,৬২১ টি ভোট পেয়েছেন বিজেপি প্রার্থী কেয়া ঘোষ।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy