ভোট গণনা: তুমুল লড়াই চলছে আসানসোলে, উপনির্বাচনের গণনায় শুরু তীব্র উত্তেজনা

আজ, শনিবার দুই কেন্দ্রের উপনির্বাচনের গণনা শুরু হয়েছে। একদিকে বালিগঞ্জে বাবুল সুপ্রিয় শুরু থেকেই সবাইকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন। অন্যদিকে আসানসোলে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে শত্রুঘ্ন সিনহার সঙ্গে অগ্নিমিত্রা পালের। এখানে প্রথম রাউন্ড গণনার শেষে আসানসোলে এগিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন সিন্‌হা। তবে হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালও।

আসানসোলে আগে কখনও জিততে পারেনি তৃণমূল কংগ্রেস। এখানে ২০১৪ এবং ২০১৯ সালের লোকসভা নির্বাচনে পদ্ম ফুটেছিল। তখন প্রার্থী ছিলেন বাবুল সুপ্রিয়। যিনি এখন বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এগিয়ে। এখানে জামুড়িয়া এবং উত্তর আসানসোলে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তবে আসানসোল দক্ষিণ এবং কুলটিতে এগিয়ে বিজেপির অগ্নিমিত্রা পাল।

এবার পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাল ফল করেছে। তাই আসানসোলে ঘাসফুল ফুটতে পারে বলে তাঁরা মনে করছেন। এখন এই লোকসভা আসন ধরে রাখাই বিজেপির কাছে চ্যালেঞ্জ। তবে এখানে সকাল থেকেই এগিয়ে–পিছিয়ে যাচ্ছে ফলাফল। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে চলছে গণনা। সেখানে যেতে দেখা গিয়েছে অগ্নিমিত্রা পালকে।

উল্লেখ্য, হোটেল থেকে বিজেপি কর্মীদের আটক করেছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্মীরা। এই খবর পেয়ে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল কর্মী–সমর্থকদের নিয়ে পুলিশের গাড়ি ঘিরে বিক্ষোভে সামিল হন। তাঁর অভিযোগ, গণনার আগের দিন তাঁর কাউন্টিং এজেন্টদের ধরে নিয়ে যাচ্ছে পুলিশ। বৈধ অনুমতিপত্র থাকা সত্ত্বেও তাঁদের ধরে নিয়ে অশান্তির পরিবেশ তৈরি করছে পুলিশ বলে তাঁর অভিযোগ।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy