ভেঙে গেছে সোহিনী ও রণজয়ের সম্পর্ক!

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার অনেকদিন ধরেই প্রেম করছেন। অভিনেতা রণজয়ের সঙ্গে তার প্রায় ছয় বছরের সম্পর্ক। দু’জনের কেউই সম্পর্কের বিষয়টি গোপন করেন না। সোশ্যাল মিডিয়ায় হরহামেশাই একসঙ্গে ছবি দেন, ঘুরতে যান একত্রে। একে-অপরের পারিবারিক আয়োজনেও থাকেন নিয়মিত।

মাস কয়েক আগে গুঞ্জন ছড়ায়, সোহিনী ও রণজয় বিয়ে করতে চলেছেন। যদিও সোহিনী বলেছিলেন, বিয়ের ব্যাপারটা রণজয়ের ওপর নির্ভর করছে। প্রেমের মতো বিয়েটাও প্ল্যান ছাড়া করে ফেলবেন।

কিন্তু হঠাৎ সোহিনী বললেন, তিনি সিঙ্গেল। জোর গুঞ্জন ছড়ালো, রণজয়ের সঙ্গে তার সম্পর্ক ভেঙে গেছে। ইনস্টাগ্রামের স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, ‘আমি সিঙ্গেল এবং একলা থাকার প্রতিটা মুহূর্ত উপভোগ করছি’।

এরপর থেকেই আলোচনা চলছে। তবে কি ভেঙেই গেল সোহিনী-রণজয়ের সম্পর্ক? এ বিষয়ে অভিনেত্রীর জবাব পাওয়া না গেলেও মুখ খুলেছেন অভিনেতা। রণজয় কলকাতার গণমাধ্যমকে বলেছেন, ‘ওই পোস্টে কোথাও আমার নাম নেই যে, আমি সম্পর্ক থেকে আলাদা হলাম। মানুষের জীবনে ওরকম টালমাটাল অবস্থা অনেক সময়ই আসে। এর মানেই যে মানুষ আলাদা হয়ে যায়, এমন নয়।’

স্পষ্ট ভাষায় রণজয় আরও বলেন, ‘আমাদের বিচ্ছেদ হয়নি। প্রেম আছে, যেমন আগে ছিল।’

অনেকদিন ধরেই একসঙ্গে বসবাস করেন রণজয় ও সোহিনী। এ বিষয়ে অভিনেতা বলেন, ‘কখনো আমি ওর ফ্ল্যাটে, কখনো ও আমার ফ্ল্যাটে থাকত। তবে টানা একসঙ্গে থাকা হয়নি। এখন আমি কয়েকদিন নিজের বাড়ি মধ্যমগ্রামে এসেছি।’

এর মধ্যেই সোহিনীর এমন স্ট্যাটাস। ভক্তদের মাঝে তাই নানান প্রশ্ন আর শঙ্কা দেখা দিয়েছে। দেখা যাক, অভিনেত্রী কী জানান।

প্রসঙ্গত, সোহিনীকে সম্প্রতি দেখা গেছে ‘শ্রীকান্ত’ নামের একটি ওয়েব সিরিজে। এটি মুক্তি পেয়েছে হইচই-তে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy