News

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, শুরু হয়েছে তদন্ত

পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা এবং মালদা জেলায় ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত এলাকা থেকে ৩ হাজার ৩৩ বোতল নিষিদ্ধ ফেনসিডিল ও ১৭টি গবাদি পশু উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বিএসএফ জানিয়েছে, গত ২৯ অক্টোবর আংরাইল বর্ডার ফাঁড়ি থেকে ৫ম ব্যাটালিয়নের জওয়ানরা গোপন সূত্রে খবর পান, বাংলাদেশে ফেনসিডিল পাচার করা হচ্ছে। ওই খবরের ভিত্তিতে কুইক রেসপন্স টিম (কিউআরটি) নির্দিষ্ট এলাকায় তল্লাশি চালিয়ে ১ হাজার ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

জব্দ ফেনসিডিল ও গবাদি পশুগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। গবাদি পশুগুলোর ই-ট্যাগিংয়ের পর সেগুলো ধ্যান ফাউন্ডেশনে স্থানান্তর করা হবে।

Exit mobile version