ভাগ্যের পরিহাস! জনপ্রিয় টিভি উপস্থাপক এখন ফুটপাতের খাবার বিক্রেতা

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার ও ২০ বছরের যুদ্ধের অবসান ঘটার পর অনেকেই ভেবেছিলেন এবার হয়ত শান্তি ফিরবে দেশটিতে। কিন্তু সে আশায় গুড়েবালি। সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল শাসনের ক্ষমতা পেলেও এখনো মেলেনি আন্তর্জাতিক স্বীকৃতি। ফলে মুখ থুবড়ে পড়েছে দেশটির অর্থনীতি। চরম সংকটে দিনাতিপাত করছে সাধারণ মানুষ। এবার আফগান এক টেলিভিশন উপস্থাপকের ফুটপাতে খাবার বিক্রির দৃশ্য আরও স্পষ্ট করে দিয়েছে দেশটির দুর্দশার চিত্র।

কবীর হাকমল নামে এক টুইটার অ্যাকাউন্ট থেকে সম্প্রতি একটি ছবি শেয়ার করা হয়। সেখানে ওই সাংবাদিকের দুটি ছবি দেওয়া হয়েছে। একটি তালেবানের ক্ষমতায় আসার আগে। আর দ্বিতীয়টি তালিবানশাসিত আফগানিস্তানের বর্তমান সময়ের।

মুসা মোহাম্মাদি নামে ওই উপস্থাপকের ছবি ভাইরাল হয়েছে। ওই পোস্ট থেকে জানা যায় যে, তালেবানের অধীনে আফগানিস্তানে সাংবাদিকরা কেমন জীবনযাপন করছেন। মুসা মোহাম্মাদি বছরের পর বছর বিভিন্ন টিভি চ্যানেলে উপস্থাপক ও রিপোর্টার হিসাবেও কাজ করেছেন। এখন তার পরিবারকে খাওয়ানোর জন্য কোনো আয় নেই। অর্থ উপার্জনের জন্য রাস্তার পাশে বসে খাবার বিক্রি করছেন তিনি।

সূত্র: জিও নিউজ

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy