বিয়ের আড়াই মাসের মাথায়, জুলাই মাসেই মা হতে চলার খবর দেন আলিয়া। নভেম্বরেই আসবে আলিয়া-রণবীরের সন্তান। সম্প্রতি ‘শমশেরা’ অভিনেত্রী বাণী কাপুরের এক সাক্ষাৎকারে জানা গেছে বিয়ের সময় থেকেই জলদি বাবা হওয়ার ইচ্ছা ছিল রণবীরের। আর এটার পেছনে অন্যতম কারণ ছিল অভিনেতার বয়স।
সম্প্রতি ‘শমশেরা’ অভিনেত্রী বানী কাপুর এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি একবার রণবীরকে প্রশ্ন করেছিলেন কোন বয়সে আপনি সন্তান নিতে চান? জবাবে রণবীর বলেন, “মানুষ যখন ৪০ বছরে পৌঁছে যায় তখন তার মনে হয়, ‘সন্তানের বয়স যখন ২০ হবে, আমার বয়স তখন ৬০ বছর। আমি কি তার সঙ্গে পারবো খেলাধুলা করতে কিংবা ট্রেকিং করতে?’”
‘শমশেরা’-র পরিচালক করণ মালহোত্রাও জানিয়েছেন আড়াই বছর আগেই রণবীর বাবা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। করণের বলেন, “রণবীরের বাবা হওয়ার উৎসাহ আলাদা মাত্রার। আমি যখন ওকে বলেছিলাম আমাদের একটি সন্তান আছে, রণবীর বলেছিলেন ‘শুভেচ্ছা ভাই। আমিও খুব জলদি বাবা হবো, খুব জলদি।’ তার উদ্দীপনাই ছিল অন্যরকম।”
কিছুদিন আগেই আগেই লন্ডন থেকে ফিরেছেন আলিয়া। নিজের প্রথম হলিউড ছবি ‘হার্ট অফ স্টোন’-এর কাজ শেষ করে ফিরেছেন তিনি। রণবীর ব্যস্ত আছেন ‘শমশেরা’ ছবির প্রচারণা নিয়ে।