বড় ঘোষোনা: ভারতের নতুন সশস্ত্র বাহিনী ‘অগ্নিপথ’, নিয়োগ হবে ৪৫ হাজার সেনা

ভারতের কেন্দ্রীয় সরকার ‘অগ্নিপথ’ নামে নতুন সশস্ত্র বাহিনী গঠনের পরিকল্পনার কথা জানিয়েছে। এই বাহিনীর জন্য ৪৫ হাজার তরুণ সেনা নিয়োগ করা হবে।

নতুন বাহিনী অগ্নিপথ প্রতিষ্ঠার উদ্দেশ্য হলো বেতন ও পেনশন খরচ কমিয়ে আনা এবং জরুরি অস্ত্র কেনার অর্থ সংগ্রহ করা। চার বছর মেয়াদে সাড়ে ১৭ বছর থেকে ২১ বছর বয়সিদের নিয়োগ দেওয়া হবে। এই চার বছরের মধ্যে ছয় মাসের প্রশিক্ষণও পাবেন বাহিনীটির সদস্যেরা।

আগামী বছরের জুলাইয়ের মধ্যে ভারতের নতুন বাহিনী অগ্নিপথ নিয়োগসহ অন্যান্য কার্যক্রম সেরে আনুষ্ঠানিকভাবে যাত্রা করবে।

বাহিনীটির সদস্যদেরকে অগ্নিবীর আখ্যা দেওয়া হবে। এতে নিয়োগ পেতে অন্য সামরিক বাহিনীর মতোই শিক্ষাগত যোগ্যতা লাগবে। চার বছর মেয়াদ শেষে ২৫ শতাংশ অগ্নিবীরকে অন্য সামরিক বাহিনীতে নিয়ে নেওয়া হবে। সেখানে তারা ১৫ বছরের জন্য চাকরি করতে পারবেন। বাকি যে ৭৫ শতাংশ চাকরি ছেড়ে দেবেন তারা পেনশন পাবেন না। তবে ১১ থেকে ১২ লাখ রুপির বিশেষ প্যাকেজ রাখা হয়েছে তাদের জন্য।

এই সশস্ত্র বাহিনীর ঘোষণার পর দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং একে ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন। আজ মঙ্গলবার সশস্ত্র বাহিনী অগ্নিপথের ঘোষণা অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানেরা উপস্থিত ছিলেন।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy