
রবিবার ‘ব্রহ্মাস্ত্র’-র ফোরকে ট্রেলার প্রকাশ করেছেন পরিচালক অয়ন মুখার্জি। ট্রেলারে দীপিকাকে খুঁজে বের করেছেন দর্শকেরা।
ট্রেলারের ‘জল চরিত্র’টির স্ক্রিন শট শেয়ার করে নেটিজেন দাবি করছেন রণবীর-আলিয়ার সিনেমাতে রয়েছেন দীপিকা পাড়ুকোনও। ট্রেলারে দেখা গেছে, নদী থেকে উঠে আসছেন এক রহস্যময়ী নারী। যার পেছনে বড় ঢেউ। পরনে লাল শাড়ি-ব্লাউজ। খুব পরিষ্কার ভাবে দেখা না গেলেও ভক্তরা নিশ্চিত যে তিনি দীপিকা।
এর আগে এর আগে ব্রহ্মাস্ত্রর ট্রেলারে শাহরুখ খানকেও খুঁজে পেয়েছিলেন দর্শকরা। নেটিজেনদের মতে, ত্রিশূল হাতে ব্যক্তি, যার চারিদিকে আগুন তিনিই শাহরুখ।
রণবীর কাপুর ও আলিয়া ভাটের ‘ব্রহ্মাস্ত্র’ নিয়ে দর্শকদের উৎসাহ চরমে। ৯ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবি।