রীতিমতো আয়োজন করে বিয়ে করবেন এই তরুণী। বিয়ের পর যাবেন হানিমুনেও। তবে হানিমুনটা একাই সারতে হবে তার। কারণ ওই তরুণী পাত্র বাছাইয়ের ঝামেলায় যাননি। নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, ভারতের গুজরাটের ভদোদরার বাসিন্দা বছর ক্ষমা বিন্দু (২৪) নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। তাই বিয়ের জন্য নিজেকেই বেছে নিয়েছেন।
ইতোমধ্যে বিয়ের দিন, ঠিক করা হয়েছে। আগামী ১১ জুন নিজেকে বিয়ে করবেন ক্ষমা বিন্দু। ভদোদরার গোত্রির একটি মন্দিরে বিয়ে আয়োজন হয়েছে। কিন্তু নিজেকে বিয়ে করা কীভাবে সম্ভব?
ভারতে এমন বিয়ে এই প্রথম হলেও বিদেশে কিন্তু এমন বিয়ের চল গত কয়েক বছর ধরে দিব্যি হচ্ছে। ব্রাজিলের সুপারমডেল আদ্রিয়ানা লিমা ২০১৭ সালে নিজেকে বিয়ে করেন। প্রসঙ্গত, এমন বিয়ে কোনও আইনি পদক্ষেপ নয়, এক ধরনের আচার মাত্র। আইনত কোনো নথিতে ‘বিবাহিত’ লেখার কোনো বাধ্যতা নেই এই ধরনের বিয়ের ক্ষেত্রে।
এদিকে, ক্ষমা বিন্দুর এই বিয়েকে ভারতীয় সংবাদমাধ্যমে ভারতের প্রথম ‘সলোগামি’ বা ‘নিজগামী’ বিয়ে বলা হচ্ছে।