বিশেষ: মাছের কী ঘুমের প্রয়োজন হয়? জেনেনিন কি বলছে বিশেষজ্ঞরা

আমরা জানি মাছের চোখের পাতা নেই। আর তাই মনে মাঝে প্রশ্ন জাগান দিতেই পারে যে, তাহলে কী মাছরা ঘুমায় না? হ্যাঁ, মাছেরা ঘুমায়। তবে তা আমাদের মতো নয়; তাদের ঘুমের ধরন বেশিরভাগ ক্ষেত্রেই তাদের প্রজাতি, পরিবেশ এবং জীবনযাত্রার ওপর নির্ভর করে।

যেমন- কিছু মাছ স্থির থেকে ঘুমায়, কিছু মাছ ধীরে ধীরে সাঁতার কাটতে কাটতে বিশ্রাম নেয়। বিজ্ঞানী ও গবেষকদের মতে, ঘুম প্রত্যেক প্রাণীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং মাছেদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম নেই।

স্তন্যপায়ী প্রাণী যেভাবে ঘুমায় মাছেরা ঠিক সেইভাবে ঘুমায় না। মাছ ঠিক যে কাজটা করে সেটা অনেকটা বিশ্রাম নেয়ার মতো। কিছু মাছ আছে যেগুলো দিনে সক্রিয় থাকে এবং রাতে মানুষের মতোই বিশ্রাম নেয়। মাছের এই বিশ্রামকালীন সময়কে ‘সাসপেন্ডেড এনিমেশন’ বলা হয়।

ক্যাটফিশ এবং ছুরি মাছের মতো কিছু প্রজাতির মাছ আছে, যেগুলো নিশাচর। এমনও প্রমাণ রয়েছে, মাছ তাদের জীবনের প্রতিটি পর্যায়ে ঘুমায় না। বেশিরভাগ মাছ যখন তাদের বাচ্চাদের দেখভাল করে, স্থানান্তরিত হয় তখন কয়েক মাস বয়স পর্যন্ত ঘুমায় না।

বিশ্রামের সময় মাছ তাদের বাহ্যিক কার্যক্রম ও মেটাবলিজম (বিপাক) কমিয়ে দেয়। কিছু মাছ নির্দিষ্ট যায়গায় ভেসে থাকে, কিছু আবার একসঙ্গে মাটিতে নিরাপদ যায়গায় জড় হয়, কিছু কিছু মাছ নিজস্ব বাসস্থানের মতো থাকার যায়গা নির্ধারণ করে নেয় বলে মনে করেন বিশেষজ্ঞরা।

জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডলীয় প্রশাসন (এনওএএ) বলছে, মাছ মানুষের মতো ঘুমায় না, তবে তারা তাদের কার্যকলাপ এবং বিপাক হ্রাস করে বিশ্রাম নেয়।

২০১৯ সালে, স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন, জেব্রাফিশ হলো এক ধরনের মাছ যা মানুষের মতোই ঘুমায়। যদিও তাদের চোখের পাতা বন্ধ করার মতো নেই, তারা ধীর-তরঙ্গ ঘুমের মধ্যে চলে যায়। এটি ভবিষ্যতে ঘুমের অস্বাভাবিকতা গবেষণায় সাহায্য করতে পারে।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy