বিশেষ: পাঁচ বছর বয়সে বই লিখে বিশ্ব রেকর্ড গড়লেন বেলা, জেনেনিন খুদের সাফল্যের কাহিনী

শিশুটির বয়স মাত্র পাঁচ বছর। যে বয়সে ছেলে-মেয়েরা পড়ালেখার হাতেখড়ি শুরু করে সেই বয়সে বই লিখে গড়লেন বিশ্ব রেকর্ড শিশু। এই শিশুটি ব্রিটেনের বাসিন্দা। নাম তার বেলা জে ডার্ক। এই শিশুটিই অসাধ্য সাধন করেছেন।
সম্প্রতি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড বেলা জে ডার্ককে দিয়েছে বিশ্বের সর্বকনিষ্ঠ লেখকের (নারী) স্বীকৃতি। ২০২২ সালের জানুয়ারিতেই বেলার লেখা বই পাবলিশ হয়েছে। প্রথম মাসেই বিক্রি হয়েছে এক হাজার কপি।

বেলার বইটি যখন প্রকাশিত হয়, তখন তার বয়স মাত্র পাঁচ বছর ২১১ দিন। তার লেখা বইটির নাম ‘দ্য লস্ট ক্যাট’। বেলার লেখা বই ‘দ্য লস্ট ক্যাট’ একটি বিড়ালকে নিয়ে লেখা। যে রাতে একা বাইরে যাওয়ার পরে হারিয়ে যায়। বেলার লেখা বইটি প্রকাশ করেছে জিনজার ফায়ার প্রেস। বইটি ছোটরা যেমন পছন্দ করেছে তেমনি বড়রাও এর প্রশংসা করেছেন।

বেলার আগে রেকর্ডটি ডরোথি স্ট্রেইট নামের এক শিশুর ঝুলিতে ছিল। তার লেখা বই ‘হাউ দ্য ওয়ার্ল্ড বিগান’ যখন পাবলিশ হয় তখন তার বয়স মাত্র ছয় বছর। বইটি প্রকাশিত হয় ১৯৬৪ সালের আগস্টে। বেলা এই গল্পটির ধারণা পেয়েছিলেন একটি ড্রয়িং থেকে। বাবার অনুপ্রেরণায় গল্পটি লিখে ফেলেন বেলা জে ডার্ক। বেলার মা চেলসি সাইম বলেন, বেলা বরাবরই কল্পনাপ্রবণ। তিন বছর বয়স থেকে সে এমন নানান গল্প বানাতে পারত।

চেলসি আশা করেন বেলার এই গল্প শিশুদের শেখাবে যে রাতের বেলা একা বাইরে যাওয়া যাবে না। বেলা পুরো গল্প লিখতে সময় নিয়েছে মাত্র পাঁচদিন। বড় বোন ল্যাসি মে-র আঁকা একটি বিড়ালের ছবি থেকে গল্পের ধারণা পান বেলা। সেই ছবিটি ব্যবহার করা হয়েছে বইয়ের প্রচ্ছদে। একটি বই লিখেই ক্ষ্যান্ত থাকেনি বেলা। নতুন আরো একটি বই প্রকাশের জন্য কাজ করছে এই পাঁচ বছরের শিশুটি।

সূত্র: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy