বিশেষ: ক্যানসারকে হারিয়ে ৩২ বছর বয়সেই ১০টি জেটের মালিক ভারতীয় তরুণী

৩২ বছর বয়সেই ১০টি প্রাইভেট জেটের মালিক। স্বপ্নের মতো মনে হলেও অসম্ভবকে সম্ভব করেছেন ভারতের প্রথম প্রাইভেট জেট ভাড়া দেওয়ার সংস্থা ‘জেট সেট গো’-এর মালিক কণিকা তেকরিওয়াল।

ভোপালের মারওয়ারি পরিবারে বড় হয়ে ওঠা। ব্যবসা তার রক্তে। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল নিজে কিছু করার। ভালো লাগত উড়োজাহাজ। ইংল্যান্ডের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এমবিএ করে কখনো ‘বুলস এভিয়েশন’, কখনো ‘এরোস্পেস রিসোর্স’— উড়োজাহাজকে নিজের জীবন থেকে বিচ্ছিন্ন করেননি। কিন্তু মাথায় ঘুরছে নিজে কিছু শুরু করার পরিকল্পনা। ঠিক তখনই ধরা পড়ে মরণব্যাধি ক্যানসার।

২০১২ সাল, কণিকার বয়স তখন মাত্র ২২ বছর। তবে অসুস্থতা লুকিয়ে না রেখে, তা নিয়ে মন খুলে কথা বলতেন। এতে মনোবল অনেকটাই বেড়েছিল।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন বলছে, ৯ মাস ধরে কেমোথেরাপি চলেছিল। যন্ত্রণায় সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। কিন্তু হাল ছাড়েননি। ২০১৩ সালে এক বছর পর ক্যানসারকে জয় করে নতুন উদ্যমে মাঠে নামেন কণিকা।

‘জেট সেট গো’-এর সেই পথ চলা শুরু। ভারতের প্রথম ‘আকাশ ট্যাক্সি’ বলা যেতে পারে একে। প্রাইভেট জেট। ট্যাক্সি, ওলা, উবারের মতোই ভাড়া করা যায় এই জেট প্লেন। মুম্বাই, বেঙ্গালুরু, দিল্লি ছাড়াও দেশের সীমানার বাইরে নিউ ইয়র্ক, দুবাইয়ে যাওয়ার ক্ষেত্রেও এর পরিষেবা পাওয়া যাবে।

২০১৬ সালে ফোর্বসের অনূর্ধ্ব ৩০-এর তালিকায় নাম এসেছিল এই অদম্য তরুণীর। বিবিসির উদ্যমী নারীর তালিকায় তিনি ছিলেন সাত নম্বরে। পেয়েছেন ভারতের জাতীয় উদ্যোক্তা পুরস্কারও। সত্যিই, স্বপ্ন সত্যি করার প্রবল আকাঙ্ক্ষা থাকলে কোনো বাধাই গতি রোধ করতে পারে না অদম্য তারুণ্যের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy