বিশেষ: কাঠের ব্রিজটির বয়স ২৪৮ বছর, এখনো রয়েছে প্রথম দিনের মতোই মজবুত

প্রবাস জীবন মানেই ব্যস্ততা। পুরো সপ্তাহ কাজ করার পর যতটুকু সময় পাওয়া যায়, সেটাকে উপভোগ করার জন্য আবার তাকিয়ে থাকতে হয় আবহাওয়ার দিকে। ইংল্যান্ডের আবহাওয়ার অবস্থা এই মেঘ, তো এই রৌদ্দুর। এখানে সকালের সূর্যের আলো দেখে সারা দিন কেমন যাবে তা নির্ধারণ করা কঠিন।
তাইতো ইংল্যান্ডকে বলা হয় থ্রি ডব্লিউ দেশ। যেখানে ওয়েদার, উইমেন এবং ওয়েলথ এর কোনো নিশ্চয়তা নেই।

দেশটির বিখ্যাত নদী টেমস এর উপর একটা কাঠের ব্রিজ আছে। প্রাকৃতিক সৌন্দর্য আর ব্রিজটির নির্মাণ শৈলী দেখে যে কেউই পুলকিত হবেই। যুগযুগ ধরে দাঁড়িয়ে থাকা ব্রিজটি এখনো কত শক্ত আর মজবুত তা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।

১৭৭৩ সালে ব্রিজটি নির্মাণ করা হয়। সালটা নেহাতই কম নয়। প্রায় আড়াই শত বছর আগের একটা কাঠের ব্রিজ এখনো কিভাবে ঠায় দাঁড়িয়ে আছে? অবশ্য ১৯১৩ সালে ব্রিজটি কিছুটা সংস্কার করা হয়েছিল।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy