বিশেষ: কাচের সেতুর নিচে তাকালেই পিলে চমকাবে আপনার, কোথায় রয়েছে এই সুন্দর ব্রিজ!

ভিয়েতনামে পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে, পৃথিবীর দীর্ঘতম কাচের সেতুটি। স্থানীয় ভাষায় এই সেতুটির নাম‘বাক’। যার অর্থ ‘সাদা ড্রাগন’। ভিয়েতনামের পর্যটন দফতরের দাবি, এটিই পৃথিবীর দীর্ঘতম কাচের সেতু। মাটি থেকে সেতুটির উচ্চতা প্রায় ১৫০ মিটার, দৈর্ঘ্য প্রায় ৬৩২ মিটারের কাছাকাছি।

ভিয়েতনামে এটি তৃতীর কাচের সেতু। উত্তর-পশ্চিম ভিয়েতনামের সন লা নামক স্থানে নির্মিত ঝুলন্ত এই সেতুটির মেঝে তৈরি হয়েছে এক বিশেষ ধরনের ‘টেম্পার্ড গ্লাস’ দিয়ে। স্থানীয় প্রশাসনের দাবি, একসঙ্গে ৪৫০ জন পর্যটক হাঁটতে পারবেন এই সেতুতে। সেতু থেকে দেখা যাবে নিচের বিস্তীর্ণ অরণ্য ও নদী খাত।

প্রসঙ্গত, পৃথিবীর দীর্ঘতম কাচের তৈরি সেতুর শিরোপা এত দিন ছিল চিনের গুয়াংডং প্রদেশের একটি সেতুর দখলে। সেই রেকর্ড ভেঙে দিতে পেরে খুশি ভিয়েতনাম প্রশাসন।

ইতিমধ্যেই বেশ অনেক পর্যটক ছুটে গিয়েছেন নবনির্মিত এই সেতুটি দেখতে। ধীরে ধীরে গোটা পৃথিবীর পর্যটকরাই এই ঝুলন্ত কাচের সেতু দেখতে ভিড় জমাবেন বলে আশা ভিয়েতনামের পর্যটন দফতরের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy