বিশেষ: কবে শেষ হবে অক্সিজেন, ‘দমবন্ধ’ হয়ে যাবে পৃথিবীর? জেনেনিন কি বলছে বিজ্ঞানীরা?

অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারব না। কিন্তু বিজ্ঞানীরা বলছেন, ১০০ কোটি বছর পরে পৃথিবীতে অক্সিজেন থাকবে না। সেই সময় পৃথিবীতে মিথেন গ্যাসের আধিপত্য বিস্তার করবে।

২০২১ সালে বিখ্যাত ‘নেচার’ জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্রে এই সম্ভাবনার কথা বলা হয়েছে। গবেষণাপত্রটিতে বলা হয়েছে, সূর্যের উজ্জ্বলতা বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ হ্রাস পাবে। এর ফলে পৃথিবীর আবহাওয়া বদলে যাবে। সেই সঙ্গে অক্সিজেনের পরিমাণও কমতে থাকবে।

গবেষকরা পৃথিবীর আবহাওয়া মণ্ডলের বিস্তারিত মডেল তৈরি করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন। তাদের মতে, আজ থেকে ২৪০ কোটি বছর আগে পৃথিবীর পরিবেশ ছিল যেমন, ১০০ কোটি বছর পরে পৃথিবীর পরিবেশ হবে ঠিক তেমন। সেই সময় পৃথিবীতে কার্বনডাই অক্সাইড, মিথেন ও জলীয় বাষ্পের আধিপত্য থাকবে।

গবেষকরা বলছেন, এই পরিবর্তন দ্রুতই ঘটবে। রাতারাতি যেন পেছনদিকে হাঁটবে পৃথিবী। সেই সময় পৃথিবীতে প্রাণের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

তবে বিজ্ঞানীরা বলছেন, এই ভয়ংকর দিন আসতে এখনও অনেক সময় বাকি আছে। তাই আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy