একটা সময়ে বিরাট কোহলির প্রসঙ্গে আলোচনা হলে রেকর্ড বা নজির কিংবা নূন্যতম শতরানের প্রসঙ্গ আসবে না, এমনটা ভাবাও যেত না। সাম্প্রতিক অতীতে যা ফর্ম তাতে এখন তাঁকে মজা করে নিন্দুকেরা ডাকেন ‘এক বলের খদ্দের’। শতরান কী ভাবে করতে হয় তা তো প্রায় দু’বছর আগেই ভুলে গিয়েছেন কোহলি, কিন্তু এখন নতুন যা রপ্ত করেছেন তা হল শূন্য রানে আউট হওয়ার কৌশল। রবিবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষেও ইনিংসের প্রথম বলে আউট হয়েছেন কোহলি। আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত ১২ ম্যাচে কোহলির ব্যাট দেখেছে মাত্র ২১২ রান, সর্বোচ্চ ইনিংস ৫৮ রান। একটি মাত্র অর্ধ শতরান এই বারে এখনও পেয়েছেন বিরাট।
কোহলির এই খারাপ ফর্ম দেখে তাজ্জব প্রাক্তন ক্রিকেটার থেকে ক্রিকেট বিশেষজ্ঞ প্রায় সকলেই। ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী বিরাটকে পরামর্শ দিয়েছেন আইপিএল থেকে নাম তুলে নেওয়া এবং কিছুটা সময় বিশ্রামে কাটানো। কোহলির খারাপ ফর্ম দেখে রবি শাস্ত্রী একা নন, অনেকেই তাকে আইপিএল থেকে কিছুদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু দিলীপ বেঙ্গসরকারের মতো অনেকে আবার মনে করছেন বিশ্রাম যদি কোহলি নেন তা হলে তা তাঁর সমস্যা আরও বাড়াবে।
কিন্তু রবি শাস্ত্রীর মতো ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক মাইকেল ভন জানিয়েছেন কোহলির বিশ্রাম দরকার। কোহলির নাম উল্লেখ না করে টুইট করে প্রাক্তন ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বলেছেন, ” মাঝেমধ্যে খেলা থেকে বিরতি অত্যন্ত প্রয়োজন হয়ে পড়ে এক জন ক্রিকেটারের জন্য। এই খেলোয়াড়দের যে পরিমাণ ক্রিকেট খেলতে হয়, তাতে বিশ্রামের থেকে বেশি গুরুত্বপূর্ণ আর কিছুই হতে পারে না।” কিন্তু তাঁর বিপরী মনে করা দিলীপ জানিয়েছেন কোহলিকে, ফর্মে ফিরতে হলে মাঠেই থাকতে হবে।
জাতীয় দলের প্রাক্তন নির্বাচক এমএসকে প্রসাদও জানিয়েছিলেন, কোহলির উচিৎ এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানো বা বিশ্রাম নেওয়া। কিন্তু এই বিশ্রাম নেওয়া যুক্তিকে খন্ডণ করে প্রাক্তন ভারত অধিনায়ক। প্রাক্তন নির্বাচক প্রধান দিলীপ বেঙ্গলসরকার এক সর্ব ভারতীয় সংবাদমাধ্যকে বলেছেন, “আমার মতে খেলা চালিয়ে যাওয়া উচিৎ বিরাটের। কারণ ফর্ম ফিরে পেতে খেলতে হবে, বিশ্রাম নিয়ে ফর্মে ফেরা যায় না।” শেষে কিছু ম্যাচে রান পেলে ও ধীরে ধীরে ফর্মে আসবে, তখন চাইলে বিশ্রাম নিতেই পারে কিন্তু অফ ফর্মে থেকে যদি বিশ্রাম নেয় তা হলে নিজের খেলা নিয়ে আত্মবিশ্বাসের অভাবে ভুগবে। তাই ক্রিজে থেকেই ফর্মে আসা সম্ভব।