নদিয়ার হাঁসখালি থানার কৈখালী বট তলার এক যুবকের বিরুধ্যে বিবাহ বিচ্ছেদের আগেরদিনই তার স্ত্রীকে গুলি করে খুন করার ঘটনা ঘটলো। আর সেই ঘটনার পরেই পলাতক অভিযুক্ত স্বামী। গুলি করার পর বাড়ির গেটের সামনেই রক্তাক্ত অবস্থায় পরে থাকে স্ত্রীর দেহ।
জানাগেছে, বুধবার রাত ৯ টা ৩০ মিনিটে বাইকে করে সুজাতা বিশ্বাসের বাবার বাড়িতে এসে গুলি করে পালিয়ে যায় ত্রিশূল বিশ্বাস। বিচ্ছেদের আগে ছোট মেয়েকে দিয়ে যাওয়ার কথা ছিল তার। বাইকের আওয়াজ শুনে বাইরে বের হতেই তাকে গুলি করা হয় বলে অভিযোগ।
প্রসঙ্গত, দিন প্রতিদিনই বাড়ছে দাম্পত্য সমস্যা ,আর সেই সমস্যা আকার নিচ্ছে ডিভোর্সে। সামান্য হোক বা বড় স্বামী-স্ত্রী বোঝা পড়ার বদলে বেঁচে নিচ্ছে বিচ্ছেদের পথ। বাড়ছে পারিবারিক অশান্তি।