বিবাহিতরা সুখী না অবিবাহিতরা, জানেন কি? কি বলেছে গবেষণা

বিবাহিতরা সুখী না অবিবাহিতরা, এ নিয়ে যতেষ্ট বিতর্ক রয়েছে। তবে এবার যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষণায় বেরিয়ে এসেছে যে, বিবাহিতরাই অবাহিতদের তুলনায় সুখী। এই গবেষণায় দেখা যায়, বিবাহিতরা অাববাহিতদের চেয়ে তুলনামূলকভাবে মানসিক চাপও কম অনুভব করেন।

এই গবেষণায় আরও দেখানো হয়, কিভাবে সুখী সম্পর্ক স্বাস্থ্য ও অসুখে প্রভাব বিস্তার করে। এই গবেষণায় ৫৭২ জনকে নমুনায়ন করা হয়। যাদের সবার বয়সই ২১ থেকে ৫৫ বছরের মধ্যে। যাদের মধ্যে বিবাহিত, অবিবাহিত এবং যারা বিবাহ করতে যাচ্ছেন এমনদের কাছ থেকেও মত নেওয়া হয়। ।

গবেষক দাবি করেছেন, জরিপে দেখা গেছে অবিবাহিতদের চেয়ে বিবাহিতরাই সুখী। মানসিক চাপ কমাতে তাই দ্রুত বিয়ে করার পরামর্শ দিয়েছেন গবেষকরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy