‘বিপ্লবীদের জেলে ঢোকাতে হত আইনের অপপ্রয়োগ’,দেশদ্রোহী আইন স্থগিত করল সুপ্রিম কোর্ট

সরকার যত দিন রাষ্ট্রদ্রোহিতা আইন খতিয়ে দেখছে, তত দিন তা প্রয়োগ করা চলবে না। আজ বুধবার এমন রায় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

রায়ের পর ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু জানান, তিনি আদালতের স্বাধীনতাকে সম্মান করেন।

মন্ত্রী বলেন, আমরা আদালতকে সম্মান করি। তেমন আদালতেরও আইনসভাকে সম্মান করা উচিত। আইনসভা ও আদালতের মধ্যে নির্দিষ্ট লক্ষ্মণরেখা আছে। তা কারও অতিক্রম করা উচিত নয়।’

ঔপনিবেশিক আমলের দেশদ্রোহিতা আইন প্রয়োগ স্থগিত রাখার পরে ভারতের সুপ্রিম কোর্ট বলেন, দেশের সার্বভৌমত্ব ও নাগরিক অধিকারের মধ্যে মিল রেখে চলা কঠিন কাজ। ভারতের প্রধান বিচারপতি এন ভি রামানার নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ বলে, ‘আইনটি খতিয়ে দেখার আগে তার প্রয়োগ না হওয়াই ভালো। আমরা আশা করব, কেন্দ্রীয় ও রাজ্য সরকারগুলি আপাতত ১২৪ (এ) ধারায় মামলা করবে না।’

দেশদ্রোহ আইনটি তৈরি হয়েছিল ব্রিটিশ আমলে সেই ১৮৭০ সালে। পরাধীন ভারতে স্বাধীনতা সংগ্রামীদের জেলে ঢোকাতে এই আইনের অপপ্রয়োগ করত ব্রিটিশরা।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy