সঞ্জয় লীলা বানসালির ‘হিরামান্ডি’ নিয়ে দারুণ আত্মবিশ্বাসী নেটফ্লিক্স। আর তাই, ছবির জন্য ২০০ কোটি রূপি বাজেট বরাদ্দ করেছে ওটিটি প্ল্যাটফর্মটি।
বলিউড হাঙ্গামাকে ছবির কাছের এক সূত্র জানিয়েছে, ‘বানসালি এই ছবি পরিচালনার জন্য ৬০-৬৫ কোটি রূপি নেবেন। ২০০ কোটি রূপি বাজেটের বাকি অর্থ খরচ করা হবে প্রোডাকশন ও শিল্পীদের পেছনে।’
শোনা যাচ্ছে, ‘হিরামান্ডি’ ছবিতে অভিনয়ের জন্য সোনাক্ষী সিনহা, মনীষা কৈরালা, হুমা কোরেশি এবং রিচা চাড্ডা পারিশ্রমিক কমিয়ে কাজ করতে রাজি হয়েছেন। এই ছবিতে কোন কোন অভিনেতা কাজ করবেন সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
ভারতের স্বাধীনতার পূর্ববর্তী সময় দেখা যাবে ‘হিরামান্ডি’তে। অবিভক্ত ভারতের লাহোরের যৌনপল্লির ঘটনা তুলে ধরা হবে এই নেটফ্লিক্সের এই ওয়েব সিরিজে।
সূত্র: বলিউড হাঙ্গামা