
বারুইপুরে মিছিলে হামলার অভিযোগ এনে পুলিশের কাছে অভিযোগ জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। জানা গেছে, বারুইপুর পুলিশ জেলার ইমেল আইডিতে তাঁর আইনজীবী অভিযোগ দায়ের করেছেন। এই ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে পুলিশ। মিছিলের পথে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
গাড়িতে হামলা ও লঙ্কার গুঁড়ো ছিটানোর অভিযোগ
বুধবার রাত ১১টা নাগাদ শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে অভিযোগ জমা দেওয়া হয়। তিনি অভিযোগ করেছেন যে, মিছিল চলাকালীন তাঁর গাড়িতে ধাক্কাধাক্কি করা হয়েছে এবং লঙ্কার গুঁড়ো ছিটিয়ে তাঁকে হেনস্থা করা হয়েছে। মিছিল থেকে তিনি সরাসরি অভিযোগ করেন, “বাংলায় গণতন্ত্র নেই, আমাদের উপর সরাসরি হামলা চালানো হচ্ছে।“
সিসিটিভি ফুটেজ ও ভিডিওগ্রাফি খতিয়ে দেখছে পুলিশ
সূত্রের খবর, পুলিশের নিজস্ব ভিডিও টিম শুভেন্দু অধিকারীর ওই কর্মসূচির ভিডিও রেকর্ডিং করেছিল। তিনি যেখানে সভা করেছেন, মিছিল করেছেন, এমনকি যে এলাকায় হামলার অভিযোগ উঠেছে, সেই সমস্ত স্থানের ভিডিও ফুটেজ পুলিশ খতিয়ে দেখছে। যাচাই করা হচ্ছে অভিযোগের সত্যতা।
বিধানসভা থেকে বারুইপুর: বিরোধ ও উত্তেজনা
সম্প্রতি বিধানসভায় শুভেন্দু অধিকারীকে বক্তব্য রাখতে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। সেই প্রসঙ্গে বুধবার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র বারুইপুর পশ্চিমে সভা করেন তিনি। এই কর্মসূচি পূর্বনির্ধারিত ছিল।
অন্যদিকে, একই দিনে তৃণমূল কংগ্রেসও দুটি পথসভার আয়োজন করে। এই নিয়ে দুই শিবিরের মধ্যে উত্তেজনা চরমে ওঠে। অভিযোগ, তৃণমূল কর্মীরাই বিরোধী দলনেতার গাড়িতে হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিধানসভায় বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা।
পুলিশি তদন্ত শুরু, নজর রাজনৈতিক মহলের
এই ঘটনার তদন্তে নেমেছে বারুইপুর জেলা পুলিশ। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে চর্চা তুঙ্গে। শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে হামলার অভিযোগ উঠলেও তৃণমূলের পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এখন দেখার, তদন্ত শেষে পুলিশের রিপোর্ট কী বলছে।