ভারতের দক্ষিণি সুপারস্টার মহেশ বাবুর সৎ ভাই নরেশ বাবু চতুর্থ বারের মতো বিয়ে করেছেন তাঁর বান্ধবী অভিনেত্রী পবিত্রা লোকেশকে। সম্প্রতি এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে তেলেগু সিনেমাপাড়ায়। যদিও এই বিয়ের খবর নিশ্চিত করেননি দুজনের কেউ।
তারকাদের প্রেম-বিয়ে-বিচ্ছেদ সংক্রান্ত ওয়েবসাইট বলিউড শাদিস ডটকম এক প্রতিবেদনে জানাচ্ছে, সম্প্রতি নরেশ বাবুকে একটি হোটেলে তাঁর কথিত চতুর্থ স্ত্রী পবিত্রা লোকেশের সঙ্গে দেখা গেছে। সেখানে স্বামীর সঙ্গে পবিত্রা লোকেশকে দেখে তৃতীয় স্ত্রী রম্যা রঘুপতি তাঁকে জুতাপেটা করতে গেছেন। এমন একটি ভিডিও অন্তর্জালে ছড়িয়ে পড়েছে।
তবে হোটেলের কর্মচারী ও পুলিশ সদস্যরা সঠিক সময়ে হস্তক্ষেপের কারণে নরেশ বাবু জুতাপেটার হাত থেকে রক্ষা পান।
২০০৭ সালে পবিত্রা লোকেশ বিয়ের পিঁড়িতে বসেন, তবে এখনও তাঁর বিচ্ছেদের খবর প্রকাশ্যে আসেনি।
View this post on Instagram