স্মার্টওয়াচের বাজারে রিয়েলমি বেশ পোক্ত স্থান দখল করে আছে। একের পর এক নতুন স্মার্টওয়াচ আনছে গ্রাহকদের জন্য।
গ্রাহকদের গ্রহণযোগ্যতাও পাচ্ছে বেশ ভালোই। সেই ভরসায় আবারও নতুন স্মার্টওয়াচ বাজারে আনতে চলেছে নির্মাতা প্রতিষ্ঠানটি।
রিয়েলমি খুব শিগগির ভারতীয় বাজারে আনতে চলেছে তাদের নতুন স্মার্টওয়াচ। যার নাম রিয়েলমি ওয়াচ এসজেড১০০ (Realme Watch SZ100)। দুটি কালার অপশনে একাধিক স্বাস্থ্য ফিচার থাকছে স্মার্টওয়াচটিতে। এছাড়াও একবার চার্জে ১২দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেবে এটি।
রিয়েলমি ওয়াচ এসজেড১০০ স্মার্টওয়াচটি এর পূর্বসুরী ওয়াচএস১০০ স্মার্টওয়াচটির আপডেট ভার্সন হতে পারে বলে মনে করছেন টেক বাজার বিশেষজ্ঞরা। তাহলে নতুন স্মার্টওয়াচটি যে তার পূর্বসুরীর আদলেই আসতে পারে তা অনুমান করাই যায়।
ওয়াচএস১০০ স্মার্টওয়াচটি এসেছিল ১.৬৯ ইঞ্চি ডিসপ্লের সঙ্গে। নেভিগেশনের জন্য এর পাশে একটি বাটন উপস্থিত। এর মেটালিক ফ্রেমের বর্গক্ষেত্রকার ডায়ালের কোণাগুলো গোলাকৃতির। অন্যদিকে হেলথ ফিচার হিসেবে এতে রয়েছে হার্ট রেট সেন্সর, SpO2 ব্লাড অক্সিজেন মনিটর, স্ক্রিন টেম্পারেচার মনিটর ইত্যাদি।
একবার চার্জে ঘড়িটি ১২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ অফার সক্ষম। সঙ্গে পাবেন পানি ও ধুলা থেকে সুরক্ষা দিতে IP68 রেটিং। তাই আশা করা যেতে পারে আপকামিং রিয়েলমি ওয়াচ এসজেড১০০ স্মার্টওয়াচে এইরকমই ডিজাইন থাকতে পারে এবং এর সঙ্গে নতুন কিছু ফিচার যুক্তও হতে পারে।