বাংলায় দিনে দুপুরে বিজেপি কর্মীকে খুন করা হচ্ছে: অমিত শাহ

কিছুদিন আগেই বাংলা সফর করে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তার সফরকালীন সময়েই এক নেতার মৃত্যু ঘিরে শুরু হয় শোরগোল, বাংলা সফরে থাকা কালীন অমিত শাহ দেখা করতে যান মৃত বিজেপি কর্মীর পরিবার পরিজনদের সাথে। সেখানে গিয়ে সেই ঘটনার সিবিআই তদন্তের দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী।

আর এবার হায়দ্রাবাদের সভায় অমিত শাহ তুলে ধরলেন বাংলার হিংসার কথা। তিনি জোর গলায় বলেন ‘ চন্দ্রশেখর রাও কি তেলেঙ্গানাকে বাংলা বানাতে চান?।

গতকাল হায়দ্রাবাদের এক জনসভায় অমিত শাহ বলেন ” তেলেঙ্গানার অবস্থা বাংলার মত। বাংলায় দিনে -দুপুরে খুন করা হচ্ছে বিজেপি কর্মীদের। চলছে অত্যাচার। তেলেঙ্গানাবাসি নিশ্চই ওই পরিস্থিতি চান না। তাই চন্দ্রশেখর রাও কে রুখতেই হবে। না হলে এই এরাজ্যের জন্য বড় বিপদ। “

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy