‘বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর’-ফের বিস্ফোরক রাজ্যপাল,পাল্টা জবাব দিলেন কুনাল ঘোষ

বাংলার প্রশাসনকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন রাজ্যপাল জগদীপ ধনকর। তিনি আজ বলেন ‘এ রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। রাজ্যপালহউয়া সত্ত্বেও রাজ্যে মাথা নিচু করে বাস করছি। রাজ্য এখন সাংবিধানিক দিক থেকে ত্রিশঙ্কুতে পরিণত হয়েছে। ‘

রাজ্য পালের এই মন্তব্য প্রসঙ্গে পাল্টা নিন্দায় সরম হন তৃণমূলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুনাল ঘোষ। তিনি বলেন ‘ওঁর মনে হয় স্পন্ডেলাইসিসের সমস্যা হয়েছে তাই মাথা নিচু করে থাকছেন। রাজ্যে শুধু একটা অবনতি হয়েছে তা হলো রাজ্যপালপদের।’

প্রসঙ্গত, বাংলায় রাজ্যপাল হয়ে আসার পর থেকেই বিভিন্ন ভাবে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে রাজ্যপাল ও প্রশাসনের মধ্যে চাপান -উত্তরের খবর। রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে প্রায়ই মুখ খোলেন রাজ্যপালজগদীপ ধনকর আর তাই নিয়ে দু পক্ষের মধ্যে শুরু হয়ে যায় রাজনৈতিক তরজা।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy