বাঁচানো গেল না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া আরিয়ানকে, শোকে শিশুর পরিবার

দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও জীবিত অবস্থায় উদ্ধার করা সম্ভব হলো না ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশু আরিয়ানকে। গতকাল গর্ত থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শিশুকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাটি ভারতের রাজস্থানের দৌসায় ঘটেছে।

গত সোমবার বিকেলে খেলতে গিয়ে ১৫০ ফুট গভীর গর্তে পড়ে যায় শিশু আরিয়ান। পরিবার পুলিশে খবর দেওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই শুরু হয় উদ্ধারকাজ। উদ্ধার করার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন উদ্ধারকারীরা। পাইপের মাধ্যমে তার কাছে পাঠানো হয় অক্সিজেন। পাশাপাশি ওই গভীর গর্তের ভেতরে শিশুর ওপর নজরদারি চালানোর জন্য একটি ক্যামেরাও নিচে পাঠানো হয়।

কিন্তু ভাগ্য সহায় হয়নি। উদ্ধার কাজ চলার সময়েই ড্রিলিং মেশিন নষ্ট হয়ে যায়। পরে নতুন মেশিন এনে উদ্ধারকাজ শুরু হয়। সব মিলিয়ে পদে পদে আসছিল প্রতিকূলতা। পরে গতকাল বুধবার রাতে অচেতন অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। কিন্তু এত চেষ্টার পরেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

এর আগে ২০০৬ সালে হরিয়ানায় ৬০ ফুট গভীর পরিত্যক্ত নলকূপে টানা দুই দিন বন্দি ছিল প্রিন্স নামে এক শিশু। পরে তাকে জীবিত উদ্ধার করা হয়েছিল। শুধু প্রিন্স নয়, কয়েক বছর আগে ৮০ ফুট একটি গর্তে পড়ে যায় ১১ বছরের রাহুল সাহু। ১১০ ঘণ্টার চেষ্টায় তাকেও জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছিল। অতীতের এই উদাহরণগুলো দেখেই আশায় বুক বাঁধছিল শিশু আরিয়ানের পরিবার। কিন্তু শেষ রক্ষা হলো না। বাঁচানো গেল না আরিয়ানকে।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy