টলিউড অভিনেতা রঞ্জিত মল্লিক তরুণ মজুমদারের প্রয়ানে করেছেন শোক প্রকাশ। তিনি জানিয়েছেন বহুদিন পরে তরুণ মজুমদারের সঙ্গে কাজ করার সুযোগ পাই। তরুণ বাবুর বয়স তখন প্রায় ৭৭। একসঙ্গে প্রথম কাজ, ‘চাঁদের বাড়ি’। খুব বেশি সময় কাটাতে পারিনি এক সঙ্গে। তবে একদিন না একদিন সবাইকে চলে যেতে হয়। মানুষ চলে যায় রয়ে যায় তার কাজ। উনি তার কাজের মপধ্যা দিয়েই বেঁচে থাকবেন। আমি তার আত্মার শান্তি কামনা করি।
প্রসঙ্গত, আজ সোমবার ইহলোক ছেড়ে পরলোকে গেলেন পরিচালক তরুণ মজুমদার। বর্ষীয়ান এই পরিচালকের মৃত্যুকালে বয়স হয়েছিল ৯১ বছর।
তরুণ মজুমদার (জন্ম: ১৯৩১) একজন ভারতীয় বাঙালি চিত্রপরিচালক। তার সংগ্রহে রয়েছে চারটি জাতীয় পুরস্কার, সাতটি বি.এফ.জে.এ. সম্মান, পাঁচটি ফিল্মফেয়ার পুরস্কার ও একটি আনন্দলোক পুরস্কার। ১৯৯০ সালে তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়।
উত্তমকুমার ও সুচিত্রা সেন অভিনীত চাওয়া পাওয়া (১৯৫৯) তরুণ মজুমদারের প্রথম পরিচালিত ছবি।তার পরিচালিত প্রথম জাতীয় পুরস্কার প্রাপ্ত ছবি কাঁচের স্বর্গ (১৯৬২)। এরপরে পলাতক, নিমন্ত্রণ, সংসার সীমান্তে (১৯৭৫), গণদেবতা — এই সব ছবি সমালোচক মহলে বহুল প্রশংসিত হয়। তার পরিচালিত বালিকা বধূ (১৯৬৭), কুহেলী (১৯৭১), শ্রীমান পৃথ্বীরাজ (১৯৭৩), ফুলেশ্বরী (১৯৭৪), দাদার কীর্তি (১৯৮০), ভালোবাসা ভালোবাসা (১৯৮৫), পরশমণি (১৯৮৮) ও আপন আমার আপন (১৯৯০) বিপুল বাণিজ্যিক সাফল্য লাভ করে।