শুধু ভারত নয়, পৃথিবীর অন্যতম বড় চলচ্চিত্র তারকা শাহরুখ খান। তাঁর রয়েছে বিলাসবহুল বাড়ি মান্নাত। আর নিশ্চয়ই সেই বাড়িতে বহু দামি জিনিসপত্র রয়েছে। তার কিঞ্চিৎ ফাঁস করলেন বলিউড বাদশাহ।
সম্প্রতি দিল্লিতে একটি টিভি ব্র্যান্ডের প্রচারণায় অংশ নিয়েছিলেন শাহরুখ খান। সেখানেই মান্নাতে থাকা মজার কিছু বিষয় ভাগাভাগি করেন।
ওই ইভেন্টে শাহরুখ জানান, তাঁর বাড়িতে বেশ কিছু টেলিভিশন রয়েছে, যার দাম ৩০ থেকে ৪০ লাখ টাকা। এ কথা শোনার পর অনেক নেটিজেন নিজেকে খুব গরিব ভাবছেন!
শাহরুখ বলেন, ‘আমার বেডরুমে একটা, লিভিং রুমে একটা, আমার ছোট ছেলে আব্রামের ঘরে একটা, আরিয়ানের ঘরে একটা আর মেয়ে সুহানার ঘরে একটা… সম্প্রতি জিমের টিভিটাও কোনও কারণে গড়বড় করছিল, সেখানেও একটা নতুন টিভি কেনা হলো। আজকাল তো আমি অপেক্ষা করি কবে পুরোনো টিভি খারাপ হবে, যাতে আমি এলজির টিভি কিনতে পারি।’
শাহরুখ যুক্ত করেন, ‘আমার বাড়িতে মোট ১১-১২টি টিভি রয়েছে। প্রত্যেকটা টিভির মূল্য ওই লাখ দেড়েকের আশপাশে। তাই কমবেশি আমি টিভি কিনতে ৩০ থেকে ৪০ লাখ টাকা খরচ করেছি।’
শাহরুখের ওই ভিডিও অন্তর্জালে ভাইরাল হয়েছে। নেটিজেনরা নানান মুখরোচক মন্তব্য করা শুরু করেছে।
মুম্বাইয়ের বান্দ্রার সবচেয়ে অভিজাত এলাকায় মান্নাতের অবস্থান। খবরে প্রকাশ, মান্নাতের বর্তমান বাজারদর প্রায় ২০০ কোটি টাকা।