বলিউডে সবচেয়ে সক্ষম শিল্পী ছিলেন কেকে, তার মৃত্যুতে শোক জানিয়েছেন জনপ্রিয় গায়ক কুমার শানু

বলিউডের জনপ্রিয় গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ। যিনি কেকে নামেই পরিচিত। মঙ্গলবার, ৩১ মে নজরুল মঞ্চে উল্টোডাঙ্গার গুরুদাস কলেজে একটি গানের অনুষ্ঠানে যান তিনি। সে অনুষ্ঠান চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান গুণী এই শিল্পী।

তার এমন মৃত্যুতে শোকাহত ভারতবাসী। কেকের বিরহে কাঁদছে তার পরিবার, পরিজন, সহকর্মী ও ভক্তরা।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন বলিউডের জনপ্রিয় গায়ক কুমার শানু। একটি অনুষ্ঠানের জন্য আমেরিকা যাচ্ছিলেন কুমার শানু। তখনই কেকের মৃত্যুর খবরটি পান।

শানু বলেন, ‘ভয়ঙ্কর খবর! এখনও বিশ্বাস হচ্ছে না কেকে আর আমাদের মাঝে নেই। এখনকার সময় যত গায়ক-গায়িকা রয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে সক্ষম শিল্পী ছিলেন উনি। সব ধরনের গান গাইতে পারতেন।

শুধু শিল্পী হিসেবেই নয়, মানুষ কেকেরও কোনো তুলনা হয় না। খুব কাছ থেকে দেখেছি তাকে। এতো হাসিখুশি, এতো সুন্দর মনের মানুষ খুব কমই দেখেছি। এরকম একটা মানুষ এত তাড়াতাড়ি কী করে চলে গেলেন! বিশ্বাসই হচ্ছে না সে আর নেই।’

কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন কুমার শানু। তিনি আরও জানান, বলিউডের জন্য অপূরণীয় ক্ষতি হলো। গানের জগতের জন্য অপূরণীয় ক্ষতি হলো। গানেই বেঁচে থাকবেন প্রিয় গায়ক।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy