বলিউডে পা রাখছেন বাঙালি নায়িকা তনুশ্রী, জুটি বাঁধছেন সানির সঙ্গে

বলিউড নামক প্ল্যাটফর্মে পা রাখলেন আরও এক বাঙালি নায়িকা, নাম তনুশ্রী চক্রবর্তী। রাইমা সেন, পাওলি দাম, স্বস্তিকা মুখোপাধ্যায়দের তালিকায় যুক্ত হলো তার নাম। সেখানে তিনি জুটি বাঁধছেন সানি দেওলের সঙ্গে।

নিজের প্রথম হিন্দি সিনেমায় তনুশ্রীকে দেখা যাবে সানির স্ত্রীর চরিত্রে। সানি মানেই যে ‘অ্যাকশন’, তা বলার অপেক্ষা রাখে না। নতুন সিনেমায় তার ব্যতিক্রম ঘটছে না বলে জানিয়েছে সূত্র। তার পাশাপাশি পর্দায় অ্যাকশনে দেখা যাবে নায়িকা তনুশ্রীকেও।

জানা গেছে, যোধপুর, উদয়পুরে হচ্ছে সিনেমার শুটিং। এরইমধ্যে শুটিং প্রায় শেষ পর্যায়ে। তবে সিনেমার বিষয়ে কোনো তথ্যই দেননি নায়িকা। তিনি বলেন, এ বিষয়ে কোনো কথা বলতে পারব না।

বাংলার অভিনেতা-অভিনেত্রীদের বলিউডের যাত্রা এই প্রথম নয়। কলকাতা থেকে মুম্বাই কিংবা দক্ষিণ, সবখানে দাপিয়ে বেড়াচ্ছেন যিশু। হিন্দি সিনেমায় নিয়মিত দেখা যাচ্ছে শাশ্বত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায়কে।

একের পর এক সিরিজে স্বস্তিকাও বেশ এখন পরিচিত মুখ। মুক্তি পেতে চলেছে আবীর চট্টোপাধ্যায়ের প্রথম হিন্দি সিরিজ। সেই তালিকাতেই এবার যুক্ত হলেন তনুশ্রী।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy