বলিউড তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীদের। এমন পরিস্থিতিতে তারকাদের ব্যক্তিগত জীবন সম্পূর্ণ ব্যক্তিগত থাকে না বললে ভুল হবে না। কখনো পাপারাজ্জি, আবার কখনো খবরের প্রতিবেদনে তাদের নিয়ে বিভিন্ন খবর বেরিয়ে আসে। তারকারা কখনো সেই খবরে প্রতিক্রিয়া জানা্ন, আবার কখনো এড়িয়ে যান।
শ্যুটিং সেটে মূলত মাথা ঠান্ডা রাখার চেষ্টা করেন তারকারা। আবার মানসিক অবস্থা বিগড়ে যেতেও দেখা গেছে তাদের। এমন বেশ কয়েকজন তারকা আছেন যারা তাদের সহ-অভিনেতাদের রেগেমেগে থাপ্পড়ই মেরে বসেছেন! কিন্তু এই তালিকায় কারা আছেন আসলে? চলুন দেখে নেওয়া যাক!
শাহরুখ খান এবং শিরীষ কুন্দর: অভিনেতা শাহরুখ খান ফারাহ খানের স্বামী ও পরিচালক শিরীষ কুন্দারকে একবার ক্ষেপে গিয়ে চড় মেরেছিলেন। শোনা যায়, শিরীষ ‘রা ওয়ান’ ছবিটি নিয়ে মজা করছিলেন। অনেকক্ষণ সহ্য করার পর শাহরুখ রেগে গিয়ে তাকে চড় মারেন। সে সময় এই খবর নিয়ে দারুণ চর্চা হয়েছিল। উল্লেখ্য, শাহরুখ খান এবং কারিনা কাপুর খান অভিনীত ছবি ‘রা ওয়ান’ বক্স অফিসে ব্যর্থ হয়েছিল।
সালমান খান ও সুভাষ ঘাই: বলিউডের অন্যতম সাদা মনের অভিনেতা হিসেবে নাম উঠে আসে সালমানের। তবে উদার মনোভাবের পাশাপাশি বদমেজাজের জন্যও বেশ পরিচিত তিনি। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একবার সুভাষ ঘাইকে চড় মেরেছিলেন ‘ভাইজান’। কারণ সুভাষ ঘাই নাকি সালমানের জুতো পরে বাথরুম করতে চলে গিয়েছিলেন। তারপরই ক্ষেপে উঠে তাকে চড় মেরেছিলেন সালমান। পরে দুজনেই একে অপরের কাছে ক্ষমা চেয়ে নেন।
এষা দেওল ও অমৃতা রাও: বলিউডে বিশেষ ভালো ক্যারিয়ার নয় এষা দেওল ও অমৃতা রাওয়ের। এই দুই অভিনেত্রীকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘পেয়ারে মোহন’ ছবিতে। শোনা যায়, অমৃতার ওপর রেগে গিয়ে তাকে চড় মেরেছিলেন এশা। তাদের এই লড়াইয়ের কথাও বাইরে বেশ ছড়িয়ে পড়েছিল।
অমরেশ পুরী এবং গোবিন্দ: এই তালিকায় অমরেশ পুরীর নামও রয়েছে। শোনা যায়, এক সময় রমরমা চাহিদা ছিল গোবিন্দর। সেই সময় শ্যুটিংয়ে দেরী করে আসতে শুরু করেছিলেন অভিনেতা। প্রতিবেদন অনুযায়ী, সকাল ৯টার শ্যুটিংয়ের বদলে একবার গোবিন্দ সন্ধ্যা ৬টায় আসেন। এসব দেখে রেগে যান অমরেশ পুরী। দুজনের মধ্যে এই নিয়ে ঝগড়াও হয়েছিল। এরপরই তিনি গোবিন্দাকে কষিয়ে চড় মারেন। এরপর দুজনে একসঙ্গে আর কোনোদিন কাজ করেননি বলেই জানা যায়।
সালমান খান এবং ঐশ্বরিয়া রাই: পেশাগত জীবন ছাড়াও ব্যক্তিগত জীবন নিয়েও বেশ আলোচনায় থাকেন সালমান খান। একসময় সালমান ও ঐশ্বরিয়ার মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু সালমানের রাগের কারণে তাদের সম্পর্কের ইতি ঘটে। সালমান ঐশ্বরিয়ার গায়ে হাত তুলতেন এমন অনেক খবরও ছিল। তবে এ বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি দু’জনের কেউই।