বলিউডের তারকাসন্তানদের নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন কঙ্গনা

ভারত উপমহাদেশ বা দক্ষিণ এশিয়া, এই অঞ্চলে এক সময় চলচ্চিত্র বলতে হিন্দি সিনেমাকেই বুঝতো মানুষ। তাদের মুখে মুখে থাকতো সেই সিনেমার সংলাপ-গান। কিন্তু এখন যেন সেটা অতীত। সেই জায়গা দখল করে নিয়েছে দক্ষিণী সিনেমা। কিন্তু কেন এমনটি হলো? কারণ খুঁজতে গিয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত এক বিস্ফোরক মন্তব্য করে বসলেন।

হিন্দি চলচ্চিত্রের এই বেহাল দশার জন্য তারকাসন্তানদের কাঠগড়ায় দাঁড় করালেন তিনি।

কঙ্গনা বলেন, বলিউডের এই তারকাসন্তানরা অধিকাংশই পাশ্চাত্য ঢংয়ে উচ্চারণে অভ্যস্ত। তাদের সংলাপ বোঝাই দায়। তাহলে হিন্দি ছবির সঙ্গে দর্শকেরা একাত্ম হবেন কীভাবে?

অভিনেত্রী আরও বলেন, বলিউড তারকাদের ছেলেমেয়েরা বিদেশে পড়াশোনা করতে যান। ইংরেজিতে কথাবার্তা বলেন। ছবিও দেখেন কেবলমাত্র হলিউডের।

এসময় কটাক্ষ করে কঙ্গনা বলেন, কাঁটাচামচ দিয়ে খাবার খাওয়া এই সব তারকাসন্তানদের উচ্চারণই তো অন্য ধরনের।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy