
সম্প্রতি কিচ্চা সুদীপের সঙ্গে ভারতের জাতীয় ভাষা নিয়ে বিতর্কে জড়িয়ে এবং নতুন ছবি ‘রানওয়ে ৩৪’ মুক্তি পাওয়ায় আলোচনায় অজয় দেবগণ। অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে কথা বলেছেন দক্ষিণ ভারতের দর্শকের কাছে বলিউডের ছবি পৌঁছে দেয়া প্রসঙ্গে।
সম্প্রতি এক প্রেস কনফারেন্সে অজয় দেবগণকে জিজ্ঞেস করা হয়, দক্ষিণের ছবি বলিউড কাঁপালেও বলিউডের ছবি কেন দক্ষিণে ভালো ব্যবসা করতে পারে না সেই প্রসঙ্গে। উত্তরে অজয় বলেন, ‘বিষয়টি এরকম নয় যে বলিউডের ছবি দক্ষিণে যাচ্ছে না। কেউ চেষ্টাই করেনি ঠিকমতো। উত্তরের ছবি বড় পরিসরে দক্ষিণে নেয়ার চেষ্টাই করেনি কেউ। কেউ যদি চেষ্টা করে, তাহলে অবশ্যই হবে। দক্ষিণের ছবিগুলো ভালো, তাই ভালো করছে এখানে। আমাদের সিনেমাগুলোও চলছে।’
অভিনেতা আরও বলেন, ‘দক্ষিণের ছবি উত্তরে চালানোর জন্যই তারা বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সিনেমায় নেন। তারা স্ক্রিপ্টও এমনভাবে তৈরি করেন যা পুরো ভারতে চলবে।’
শুক্রবার ২৯ এপ্রিল একসঙ্গে ভারতের ১৮০০ স্ক্রিনে মুক্তি পেয়েছে অজয় নির্মিত তৃতীয় সিনেমা ‘রানওয়ে ৩৪’।
‘রানওয়ে ৩৪’-এ একজন পাইলটের ভূমিকায় অভিনয় করেছেন অজয়। যার নাম ক্যাপ্টেন বিক্রান্ত খান্না, যিনি খারাপ আবহাওয়ার কারণে তার বিমানকে বিমানবন্দরে অবতরণের অনুমতি না দেওয়ায় নিজেকে একটি কঠিন পরিস্থিতির মধ্যে জড়িয়ে ফেলেন। অমিতাভ বচ্চনকে দেখা গেছে একজন তদন্তকারী অফিসারের ভূমিকায়।