বন্ধুদের নিয়ে মাছ ধরছিলেন, মাছের হামলায় প্রাণ গেল নারীর

বন্ধুদের সঙ্গে নৌকাবিহার করার সময় মাছের আক্রমণে নিহত হয়েছেন ৭৩ বছরের এক বৃদ্ধা!

গত মঙ্গলবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলে এ ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট।

প্রতিবেদনে বলা হয়, বন্ধুদের নিয়ে সমুদ্র উপকূলে ছিপ দিয়ে মাছ ধরছিলেন ক্যাথরিন পার্কিন্স নামে এক বৃদ্ধা। তার ছিপে ৪৫ কেজি ওজনের একটি বিশালাকায় সেলফিশ ধরা পড়ে। মাছটিকে টেনে তোলার সময় হঠাৎই সেটি লাফ মেরে নৌকায় উঠে আসে। নৌকার ধারে দাঁড়িয়ে থাকা পার্কিন্সের তলপেট মাছটির সুচালো ঠোঁট এফোঁড়-ওফোঁড় করে দেয়।

এ ঘটনার পর দ্রুত পার্কিন্সকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান তার বন্ধুরা। কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় পার্কিন্সের।

ফ্লোরিডার স্টুয়ার্ট নামে ছোট ওই শহরটি বিশ্বের সেলফিশ রাজধানী নামে পরিচিত।

পুলিশ জানিয়েছে, এত দ্রুত ঘটনাটি ঘটেছে যে প্রতিহত করার সুযোগও পাননি পার্কিন্স। শোর্ডফিশের মতোই দেখতে সেলফিশ। তাদের সুচালো ঠোঁট থাকে। যা অত্যন্ত তীক্ষ্ণ এবং ধারালো। এক একটি সেলফিশ ১১ ফুটের মতো লম্বা হয়।

Related Posts

© 2024 Tech Informetix - WordPress Theme by WPEnjoy