বদলে যাচ্ছে শাহরুখের ‘মান্নাত’ এর নাম!

ভারতের মুম্বাই ঘুরতে গেলে শাহরুখ ভক্তরা একবারের জন্য হলেও যে বাড়িটির সামনে গিয়ে ছবি তোলেন, তা হলো কিং খানের বাসভবন ‘মান্নাত’। শুধু তাই নয়, কিং খানের জন্মদিন হোক কিংবা নতুন সিনেমার মুক্তি সব উদযাপনেই ভক্তরা ভিড় করেন শাহরুখের বাসভবন ‘মান্নাত’-এর গেটের সামনে।

এবার শাহরুখের ‘মান্নাত’ নিয়ে নতুন খবর সামনে এসেছে। গুঞ্জন উঠেছে নাম পরিবর্তন করা হচ্ছে বাড়িটির। শাহরুখ খানের ফ্যানক্লাবের পক্ষ থেকে একটি ছবি শেয়ার করা হয়েছে। সেখানেই নেমপ্লেট বদলের ব্যাপারটা সামনে এসেছে।

তবে পরক্ষণেই ভুল ভাঙে সবার, আসলে নাম পরিবর্তন করা হয়নি, পরিবর্তন করা হয়েছে নেমপ্লেট। আগের চেয়ে আরও আকর্ষণীয় ও স্টাইলিশ লাগছে নতুন নেমপ্লেট।

অবশ্য এবারই প্রথম নয়, এর আগেও পরিবর্তন করা হয়েছিল ‘মান্নাত’ এর নেমপ্লেট। এদিকে নেমপ্লেট বদল হওয়ার খবর সামনে আসার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড করছে ‘মান্নাত’।

মান্নাতের বর্তমান বাজারমূল্য ২০০ কোটির বেশি। ‘ইয়েস বস’-এর শুটিং চলাকালীন শাহরুখ প্রথমবার ‘ভিলা ভিয়েনা’(যার বর্তমান নাম ‘মান্নাত’) বাংলোটি দেখেন। আর প্রথম দেখাতেই প্রেম।

সেদিনই মনে মনে শাহরুখ ঠিক করে ফেলেছিলেন একদিন এই বাংলোটিই নিজের জন্য কিনবেন তিনি। সেসময় ওই বাংলোর মালিক ছিলেন একজন গুজরাটি। নাম ছিল নারিমান দুবাস। বাংলোটি কেনার পরের চার বছর আইনি জটিলতার কারণে নাম পাল্টাতে পারেননি শাহরুখ। শেষপর্যন্ত ২০০৫ সালে পাকাপাকিভাবে ‘ভিলা ভিয়েনা’র নাম বদলে হয় ‘মান্নাত’।

Related Posts

© 2025 Tech Informetix - WordPress Theme by WPEnjoy