নব্বই দশকে ‘শক্তিমান’ সুপারহিরো হিসেবে দারুণ জনপ্রিয়তা কুড়িয়েছে দর্শকমহলে। শক্তিমান চরিত্রে অভিনয় করেছেন মুকেশ খান্না। দেশের প্রথম সুপারহিরো হিসেবে বিবেচনা করা হয় ‘শক্তিমান’কে।
‘শক্তিমান’-এ দ্বৈত চরিত্রে দেখা মিলেছে মুকেশ খান্নার। শক্তিমান এবং গঙ্গাধরের ভূমিকায় দর্শক দেখতে পেয়েছে তাঁকে। সিরিয়ালের পর সম্প্রতি ‘শক্তিমান’ ছবির ঘোষণা দিয়েছেন নির্মাতারা। সোনি পিকচার্স ইন্টারন্যাশনাল প্রোডাকশন একটি টিজার প্রকাশ করেছে। এই টিজারে শক্তিমান ছবির এক ঝলক দেখানো হয়েছে। ছবির কাস্ট ও পরিচালক সম্পর্কে কোনও তথ্য দেননি নির্মাতারা। জানা যাচ্ছে, ‘শক্তিমান’ ছবির জন্য রণবীর সিংয়ের কথা ভাবছেন নির্মাতারা।
‘শক্তিমান’ ছবিটি সোনি পিকচার্স এবং মুকেশ খান্নার ভীষ্ম ইন্টারন্যাশনালের সহ প্রযোজনায় তৈরি হবে। এক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, রণবীর সিংকে শক্তিমানে মুখ্য নায়কের চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের কথা উল্লেখ করা বলা হয়েছে, ‘রণবীরকে শক্তিমান-এর জন্য যোগাযোগ করা হয়েছে। তিনি ছবি প্রসঙ্গে গভীর আগ্রহ দেখিয়েছেন। যদিও তিনি এখনও ছবির জন্য চুক্তিবদ্ধ হননি।’
সূত্রটি আরও যোগ করেছে, ‘রণবীর ভারতীয় সুপারহিরো শক্তিমান চরিত্রে অভিনয় করার জন্য গভীর আগ্রহ দেখিয়েছেন। নির্মাতারা মনে করেন, রণবীর পর্দায় সাবলীলভাবে সুপারহিরোর চরিত্রে অভিনয় করতে পারবেন। অভিনেতা এবং তাঁর টিমের সঙ্গে কথা চলছে।’
রণবীরকে শীঘ্রই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ ছবিতে দেখা যাবে। ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করছেন রণবীর সিং। শাবানা আজমি, ধর্মেন্দ্র এবং জয়া বচ্চনও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন। এছাড়া রণবীরের হাতে রয়েছে রোহিত শেট্টির ছবি ‘সার্কাস’।